বিশ্বভারতীর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এবিভিপির

গত ১৭ আগস্ট শান্তিনিকতনে বহিরাগত দুষ্কৃতিদের দ্বারা বুলডোজার ঢুকিয়ে দেওয়াল ভাঙার ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । সঙ্ঘের এই শাখা সংগঠন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতীদের দেওয়াল ও গেট ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র বিরোধ করেছে । সেই সঙ্গে শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও তৃণমূলের স্বৈরাচারী মনোভাব ও আচরণের জন্য এদিন কলকাতা,নদীয়া,জলপাইগুড়ি সহ রাজ্যের সর্বত্র প্রতিবাদের ডাক দেয় এবিভিপি ।

জলপাইগুড়িতে এদিন এবিভিপি ছাত্র সংগঠনের সদস্য ও কার্য্কর্তারা রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে মূর্তির পাশেই আন্দোলন এবং বিক্ষোভে বসে পড়ে ।এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগরের মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে । এই ঘটনা লক্কারজনক। তাই এর প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলনের সরব হয়েছেন এবং কবিগুরুর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্যে শ্রদ্ধা জানাচ্ছেন । ছাত্রসংগঠনের এক কার্য্কর্তা জানিয়েছেন যে, “টিএমসির দুষ্কৃতি বাহিনী শান্তিনিকেতনে যে ধ্বংসলীলা এবং বর্বরতা দেখিয়েছে তাতে বাংলার সংস্কৃতি ও ভাবাবেগে আঘাত লেগেছে।আমরা এর তীব্র বিরোধিতা করছি ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *