বালিশিল্পে কোলগেট বেদশক্তি

ওড়িশার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুশিল্পী সুদর্শন পটনায়েকের সঙ্গে এক সহযোগিতামূলক চুক্তিতে আবদ্ধ হল কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেড। এর উদ্দেশ্য, ওড়িশায় পুরীর সমুদ্রতটে কোলগেট বেদশক্তি টুথপেস্ট বিষয়ক একটি আকর্ষণীয় বালুভাস্কর্য সৃষ্টি করা। সুদর্শন পটনায়েকের এই বালুশিল্পের মাধ্যমে ‘মুহ্‌ স্বছ্‌ তো আপ হেলদি’ বার্তা ছড়িয়ে দেওয়া হবে। বালির মূর্তিতে ফুটিয়ে তোলা হবে কীভাবে মুখের মধ্য দিয়ে জীবানু শরীরে প্রবেশ করে। সেইসঙ্গে সামগ্রিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ওরাল কেয়ারের গুরুত্ব বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হবে। প্রসঙ্গত, ২০২০ সালে কোলগেটের ‘মুহ্‌ স্বছ্‌ তো আপ হেলদি’ ক্যাম্পেন শুরুর সময় থেকেই মুখের ভেতরের জীবানু কীভাবে শারীরিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয় সেবিষয়ে মানুষকে অবহিত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *