বাবার পরিচয় ছাড়াই বলিউডে কাজ পেয়েছিলেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। সঞ্জয়লীলা বনশালি যখন সোনমকে দেখেছিলেন, তিনি জানতেনই না যে, সোনমের বাবা কে? সিলেকশনের পর বনশালি জানতে পারেন সোনম অনিল কাপুরের মেয়ে। বলিউডে ১৩ বছর কাটিয়ে ফেললেন সোনম কাপুর। সোনম কাপুর ও রনবির কাপুরের প্রথম ছবি সাওরিয়া। এই ছবিতেই এই দুই জুটিকে প্রথম দেখেছিল দর্শক।
বাবার পরিচয় ছাড়াই কাজ শুরু সোনম কাপুরের
