বন্ধ হলো আইসিএসই ও আইএসসি পরীক্ষা

আচমকাই স্থগিত হলো পরীক্ষা। আইসিএসই ও আইএসসি পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করা হল। ২০২১-২২ সালের প্রথম সেমেস্টারের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সাম-র চিফ এগজিকিউটিভ গ্যারি আরাথুন। আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ১৫ নভেম্বর থেকে পরীক্ষা হবে৷ এই বিষয়ে সিআইএসসিই-র পক্ষ থেকে বোর্ডের অর্ন্তগত সমস্ত স্কুলের প্রধানদের উদ্দেশে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷

পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে বলা হয়েছে, ‘নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণের জন্য ২০২১-২২ সালের আইসিএসই ও আইএসসি-র প্রথম সেমেস্টারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরীক্ষায় বসার কথা রয়েছে, এমন সব পরীক্ষার্থীকে শীঘ্রই পরীক্ষা স্থগিতের ঘোষণার কথা জানাতে আবেদন জানানো হচ্ছে।’ 

‘নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণ’ বলতে মনে হয় করোনা জেরে দেশজুড়ে টালমাটাল অবস্থার কথা বলা হয়েছে বলেই মত অভিজ্ঞ মহলের৷ এর আগের নির্দেশিকা অনুযায়ী, ২০২২-এর আইসিএসসি, আইএসসি পরীক্ষা ২০২১ সালের ১৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল৷ ১৫ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত প্রথম সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। কোনও পরীক্ষা ১ ঘণ্টা বা কোনওটা দেড় ঘণ্টা হওয়ার কথা ছিল৷ আর আইএসসি পরীক্ষা ১৬ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল৷  

করোনা আবহে দু’বার বোর্ডের পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। অনলাইনে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমেস্টার হওয়ার কথা মার্চ বা এপ্রিলে। তবে এবার সেই পরীক্ষা ফের কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তায় পড়ুয়ারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *