ফ্লিপকার্ট সেলে বিক্রেতাদের উল্লেখযোগ্য ব্যবসা

 সাম্প্রতিক পাঁচ-দিন-ব্যাপী ইনডিপেন্ডেন্স ডে সেল (৬-১০ আগস্ট) চলাকালীন ফ্লিপকার্ট মার্কেটপ্লেস প্লাটফর্মে বিক্রেতারা প্রচুর ব্যবসা করার সুযোগ পেয়েছেন। এই সময়ে ফ্লিপকার্ট মার্কেটপ্লেস প্লাটফর্মে গত বছরের চেয়ে ৫৪ শতাংশ বেশি লেনদেন করেছেন বিক্রেতারা। উৎসবের মরশুমের শুরুতে ইনডিপেন্ডেন্স ডে সেল ইভেন্টে প্রধানত টিয়ার-২ শহরগুলির বিক্রেতারা যোগ দিয়েছিলেন। এবছর ইনডিপেন্ডেন্স ডে সেলই নতুন যুক্ত হওয়া বিক্রেতাদের প্রথম বড় সেল-ইভেন্ট। বিক্রেতারা যোগ দিয়েছেন নতুন দিল্লি, সুরাট, জয়পুর, মুম্বই, ব্যাঙ্গালোর, কলকাতা, গাজিয়াবাদ, হায়দ্রাবাদ, আহ্‌মেদাবাদ ও আগ্রা থেকে। যেসব নতুন শহর থেকে সবচেয়ে বেশি বিক্রেতা যোগ দিয়েছিলেন সেগুলির মধ্যে রয়েছে ধারুহেরা, দাতিয়া, হরাপানাহাল্লি, কাছাড়, মোতিহারি, পূর্ণিয়া, তেজপুর, শিবসাগর, ঢোলপুর ও এটাওয়া। সাম্প্রতিক অতিমারীর কারণে দেশজুড়ে ই-কমার্স বৃদ্ধি পেয়েছে। লকডাউনের সময় থেকে ফ্লিপকার্টের প্রতি বিক্রেতাদের আগ্রহও বেড়ে গিয়েছে। এই সময়ে ৮,০০০-এরও বেশি বিক্রেতা ফ্লিপকার্টে যুক্ত হয়েছেন, যাদের ৭০ শতাংশ এসেছেন অপেক্ষাকৃত ছোটো শহরগুলি থেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *