ফ্লিপকার্ট: প্রশিক্ষণ ও কর্মসংস্থান

উৎসবের মরশুম আর সেইসঙ্গে বিগ বিলিয়ন ডেজ আসছে। এই উপলক্ষে ফ্লিপকার্ট ৭০,০০০ প্রত্যক্ষ ও আরও কয়েক লক্ষ অপ্রত্যক্ষ কর্মসংস্থানে সাহায্য করবে। প্রত্যক্ষ কাজের সুযোগ আসবে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনে, আর অপ্রত্যক্ষ কাজের সুযোগ হবে ফ্লিপকার্টের সেলার পার্টনারদের কাছে ও কিরানাগুলিতে। কর্মসংস্থানের সুযোগ আসবে অনুসারী শিল্পক্ষেত্রগুলিতেও। 

বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে ক্যাপাসিটি, স্টোরেজ, প্যাকেজিং, হিউম্যান রিসোর্সেস, ট্রেনিং ও ডেলিভারির জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ হবে। এর ফলে বাড়তি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এবার, ফ্লিপকার্ট প্রায় ৭০ হাজার মানুষকে তার সাপ্লাই চেইনে নিয়োগ করবে। কয়েক লক্ষ অপ্রত্যক্ষ কাজের সুযোগও সৃষ্টি হবে সেলার ও পার্টনারদের কর্মস্থলে। লাস্ট-মাইল ডেলিভারির জন্য ৫০,০০০-এরও বেশি কিরানার সঙ্গে ফ্লিপকার্টের সংযোগ স্থাপিত হয়েছে, ফলে আসন্ন উৎসবের মরশুমে অসংখ্য প্যাকেজ ডেলিভারির জন্য হাজার হাজার সিজনাল জব তৈরি হচ্ছে। ফ্লিপকার্ট সরাসরি নিযুক্ত ব্যক্তিদের জন্য সাপ্লাই চেইন সংক্রান্ত নানারকম কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সেলার পার্টনার, এমএসএমই ও কারিগরদের জন্য উৎসবের মাসগুলির প্রস্তুতির লক্ষ্যে আলাদা প্রশিক্ষণও দিচ্ছে ফ্লিপকার্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *