ফ্লিপকার্টের দ্য বিগ বিলিয়ন ডেজ

‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ শীর্ষক উৎসবকালীন সেলের ব্যাপারে প্রস্তুত হয়েছে ফ্লিপকার্ট। ১৬ অক্টোবর থেকে এই সেল শুরু হচ্ছে। এই ফ্ল্যাগশিপ সেল-ইভেন্ট যেমন বহু বিক্রেতা, হস্তশিল্পী ও ব্র্যান্ডকে একত্রিত করবে, সেইসঙ্গে ২৫০ মিলিয়নেরও বেশি গ্রাহকদের সামনে হাজির করবে নানারকম প্রোডাক্টসের বিশাল সম্ভার। এই সেল আরম্ভ হওয়ার আগে ফ্লিপকার্ট গ্রাহকদের জন্য এক অভিনব সুযোগ নিয়ে এসেছে।

গ্রাহকরা তাদের পছন্দের পণ্যসামগ্রী প্রি-বুক করে শপিং কার্টে রেখে দিতে পারবেন। ১১-১৪ অক্টোবর প্রি-বুক স্টোরের মাধ্যমে গ্রাহকরা অর্ডার দিতে পারবেন মাত্র ১ টাকা দিয়ে। বুকিং কনফার্ম হওয়ার পর দ্য বিগ বিলিয়ন ডেজের প্রথম দিন তারা বাকি টাকা দিয়ে সেটি অনলাইনে বা ক্যাশ-অন-ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন।
চলতি বছরে অনলাইনে উৎসবকালীন কেনাকাটার জন্য ৪৫-৫০ মিলিয়নেরও বেশি গ্রাহক আসবেন বলে আশা করা হচ্ছে।

এমএসএমই, সেলার, আর্টিজান, উইভার ও হ্যান্ডিক্র্যাফট মেকারগণ সেই বাড়তি চাহিদা মেটানর জন্য প্রস্তুত হচ্ছেন। বিক্রেতারা প্রি-বুক স্টোরের মাধ্যমে গ্রাহকদের চাহিদার ধরণ জানতে পেরে স্টক ও ডেলিভারির জন্য আগাম প্রস্তুত হতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *