গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস ফেবিফ্লু বিষয়ে একটি পোস্ট মার্কেটিং সার্ভেইল্যান্স (পিএমএস) স্টাডি আরম্ভ করেছে, যার লক্ষ্য ১০০০ জন রোগীর উপরে এই ড্রাগের কার্যকারিতা ও নিরাপত্তা আরও ভালভাবে পর্যবেক্ষণ করা, যাদের চিকিৎসায় এই ওরাল অ্যান্টিভাইরাল প্রয়োগ করা হয়েছে। এটি এক ওপেন লেবেল, মাল্টিসেন্টার সিঙ্গল আর্ম স্টাডি’র অঙ্গ। এরউপরে, গ্লেনমার্ক ফেবিফ্লু’র মূল্য ২৭% হ্রাস করেছে। নতুন এমআরপি হচ্ছে ট্যাবলেট-প্রতি ৭৫ টাকা, যা পূর্বে ছিল ট্যাবলেট-প্রতি ১০৩ টাকা। এই মূল্যহ্রাস সম্ভব হয়েছে অধিকতর পরিমাণে উৎপাদনের সুবিধার জন্য, কারণ এপিআই ও ফর্মুলেশন উভয়ই সম্ভব হয়েছে ভারতে গ্লেনমার্কের উৎপাদনকেন্দ্রে, আর সেই সুবিধা দেশের রোগীদের প্রতি প্রসারিত করা হচ্ছে।
গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড (ইন্ডিয়া বিজনেস), অলোক মালিক বলেন, তাদের আশা এই পোস্ট মার্কেটিং সারভেইল্যান্স স্টাডি ব্যাপকতরভাবে রোগীদের উপরে এই ড্রাগটির ক্লিনিক্যাল এফেক্টিভনেস ও সেফটি বিষয়ে আরও আলোকপাত করবে, যাদের জন্য ফেবিফ্লু প্রেসক্রাইব করা হয়েছে। গ্লেনমার্ক ভারতে ফেবিফ্লু লঞ্চ্ করেছে স্বল্পতম বিক্রয়মূল্যে, অন্যান্য যেসব দেশে ফেভিপিরাভির অনুমোদিত হয়েছে সেইসব দেশের মূল্যের থেকে তুলনামূলক কমমূল্যে। অধিকতর হ্রাসমূল্যের কারণে এটি দেশে আরও বেশিসংখ্যক রোগীর কাছে আরও সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।