প্যাম্পার্সের #ইটটেকস২ মুভমেন্ট

প্যাম্পার্স #ইটটেকস২ (#ItTakes2) নামে একটি ক্যাম্পেন শুরু করেছে, যার উদ্দেশ্য হল শিশুর সার্বিক উন্নতির জন্য পিতামাতার সমদায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। সেলিব্রিটি প্যারেন্ট সোহা আলি খান ও কুণাল খেমু একসঙ্গে প্যাম্পার্সের এই ক্যাম্পেনে যোগ দিয়েছেন। তারা পিতামাতাদের উৎসাহ দিচ্ছেন যাতে দুজনে মিলে শিশুকে স্বাস্থ্যবান ও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন।  

#ইটটেকস২ ক্যাম্পেনের মাধ্যমে প্যাম্পার্স বার্তা দিতে চায় – শিশুর সার্বিক উন্নতির জন্য পিতা ও মাতা উভয়েরই একসঙ্গে গুরুত্বদান করা উচিত। এই বার্তার স্বপক্ষে প্যাম্পার্সের তরফে একটি হৃদয়গ্রাহী ফিল্ম রিলিজ করা হয়েছে, যাতে তুলে ধরা হয়েছে পিতা ও মাতা উভয়েরই সমানভাবে শিশুর যত্নে মনযোগী হওয়ার প্রয়োজনীয়তার কথা। ইকোয়াল প্যারেন্টিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন সোহা আলি খান ও কুণাল খেমু প্যাম্পার্সের এই স্মরণীয় যাত্রায় সঙ্গী হয়েছেন। এপ্রসঙ্গে পিঅ্যান্ডজি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড ক্যাটাগরি লিডার (বেবি কেয়ার) অভিষেক দেশাই জানান, তারা আশা করেন এই ক্যাম্পেনের মাধ্যমে এমন এক পরিবর্তনের সূচনা হবে যার দ্বারা #ইটটেকস২ আন্দোলনকে সফল করার জন্য শিশুর প্রতিপালনের ক্ষেত্রে পিতা ও মাতা সমানভাবে অংশ নেবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *