পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক কংগ্রেস। হেমতাবাদ শহরের ঠাকুরবাড়ি এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রোডে অবস্থিত পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করে হেমতাবাদের কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ, প্রবীন কংগ্রেস নেতা তিলকতীর্থ ভৌমিক সহ অসংখ্য কংগ্রেস নেতা কর্মীরা। হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক বলেন, প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটে চলেছে ডিজেল ও পেট্রোলের। একশো টাকা ছুঁই ছুঁই পেট্রোল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। অপরদিকে ডিজেলের দাম ক্রমশ উর্দ্ধমুখী হওয়ায় বাড়ছে জ্বালানি খরচ। আর জ্বালানী খরচ বৃদ্ধি ঘটায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটছে। পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় চরম কষ্টের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। এরজন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। পেট্রো পণ্যের মূল্য হ্রাস ঘটাতে সম্পূর্ণরূপে ব্যার্থ মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার। পাশাপাশি রাজ্য সরকারের উচিত অবিলম্বে পেট্রোল ডিজেলের উপর সেচ নেওয়া বন্ধ করা। অস্বাভাবিক হারে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির বিষয়ে বোধদয় হোক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের। এরই বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের জাতীয় কংগ্রেস দল। কংগ্রেসের এআইসিসির নির্দেশ অনুযায়ী সারা দেশের প্রতিটি জেলায় পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহন করা হয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী হেমতাবাদ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে হেমতাবাদ ঠাকুরবাড়ি এলাকায় পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হল।