আসন্ন উৎসবের পূর্বাহ্নে ফ্লিপকার্ট ও পেটিএম এক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হল। দুই সংস্থার এই সম্পর্কস্থাপন নিয়ে যথেষ্ট আশাবাদী ফিপকার্টের হেড (ফিনটেক অ্যান্ড পেমেন্টস গ্রুপ) রঞ্জিৎ বয়ানাপল্লি ও পেটিএমের প্রেসিডেন্ট মধুর দেওরা। তাদের মতে ডিজিটাল পেমেন্টের এই ব্যবস্থা গ্রাহকদের পক্ষে খুবই সুবিধাজনক হবে। ক্যশ অন ডেলিভারির পরিবর্তে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এই সম্পর্কের ফলে পেটিএম ব্যবহারকারীরা ফ্লিপকার্টের দ্য বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন তাদের পেটিএম ওয়ালেট ও পেটিএম ইউপিআই-এর মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। ফ্ল্যাশ সেল ও লিমিটেড স্টকের চিন্তা না করেই তারা তাদের ওয়ালেট ব্যালান্স দিয়ে কেনাকাটা সারতে পারবেন। এছাড়া, ফ্লিপকার্ট গ্রাহকরা ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সুবিধা ভোগ করতে পারবেন তাদের পেটিএম ওয়ালেটে।