আজ বা আগামীকাল পৃথিবীতে আঘাত হানতে পারে সৌরঝড়। এই ঝড়ে জিপিএস সিস্টেম, সেলফোন নেটওয়ার্ক এবং স্যাটেলাইট টিভি ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। দু’টি মেরুপ্রদেশের কাছাকাছি এলাকায় এই সৌরঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে এই সৌরঝড়ের জেরে পৃথিবীতে সমস্যা সৃষ্টি হতে পারে। স্পেসওয়েদারের তথ্য অনুসারে, সূর্যের দিক থেকে আসা এই ঝড় পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। উত্তর বা দক্ষিণ মেরুর কাছাকাছি থাকা মানুষ মেরুচ্ছটার সাক্ষী থাকতে পারেন।
আমেরিকান মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, এই সৌর ঝড় প্রতি ঘন্টায় 1.6 মিলিয়ন কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এই ঝড় পৃথিবীর চৌম্বকক্ষেত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জিপিএস, টিভি, মোবাইল নেটওয়ার্কে সমস্যা হতে পারে।
স্পেসওয়েদার বলছে, সৌর ঝড়ের জেরে পৃথিবীর বাইরের বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে। যার জেরে প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে বিভিন্ন দেশ থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহে। এই জিপিএসের সাহায্যে প্লেন, জাহাজ, মোবাইল ফোন, স্যাটেলাইট টিভি ইত্যাদির কাজ ব্যাহত হতে পারে।