একুশে বিধানসভা ভোটের পূর্বেই বাজেট পেশের কথা প্রকাশ করেছিলো রাজ্যের শাসকদল। এবার সেই পূর্ব পরিকল্পিত ঘোষণা অনুযায়ী প্রথমবার বাজেট পেশ হতে চলেছে বিধানসভায়। আজ বুধবার বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। বাজেট পেশ করবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্রর অসুস্থ থাকার কারণেই এই সিদ্ধান্ত হয়েছে। যদিও, বাজেটটি তৈরি করে দেবেন অর্থমন্ত্রীই। সাংবিধানিক রীতি অনুযায়ী, অর্থমন্ত্রীর বদলে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী বাজেট পেশ করতে পারেন। তবে সে ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি নেওয়া জরুরি। এক্ষেত্রে নেওয়া হয়েছেরাজ্যপালের অনুমতি।
মন্ত্রিসভার বৈঠক শেষ করেই বিধানসভা কক্ষে বাজেট বক্তৃতা শুরু করবেন শিল্পমন্ত্রী। প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা ভোট থাকায় অন্তবর্তী বাজেট পেশ করেছিলেন রাজ্য সরকার। সেবারও অর্থমন্ত্রী শারীরিক অসুস্থতার কারণে ৫ ফেব্রুয়ারি অন্তবর্তী বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।