পূজার শেষে সব চেয়ে বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে

দীর্ঘ সময় বাদে সব চেয়ে বড়ো স্বস্তি মিললেও দেশের আজকের করোনা সংক্রমণের গ্রাফে। গত ২৪ ঘণ্টার দৈনিক সংক্রমণ তুলনামুলক কম তো বটেই, গত ২৩০ দিনে সর্বনিম্ন। কারণ আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে চলে গিয়েছে আজ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫৯৬ জন। একই সময় ১৯ হাজার ৫৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬৬ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ২৯০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪ জন। ইতিমধ্যে ৯৭ কোটি ৭৯ লক্ষ ৪৭ হাজার ৭৮৩ জন করোনা ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১২ লক্ষ ০৫ হাজার ১৬২ জন। সংক্রমণের হার গোটা দেশে ৫.৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার ১.৩৭ শতাংশ। 

যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে হলেও অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে। যদিও আশঙ্কার মাঝেই এই পরিসংখ্যান স্বস্তি বাড়াচ্ছে। এদিকে, দুর্গাপুজোকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের প্রেক্ষিতে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। নমুনা পরীক্ষা এবং টিকাকরণ বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার থেকে সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। নমুনা পরীক্ষা এবং টিকাকরণের জন্য আগামীকাল থেকে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *