পুলিশের সততায় হারানো টাকা ফিরে পেলেন জলপাইগুড়ির এক বাসিন্দা

করোনা প্রতিষেধক টিকা নিতে এসে পাঁচ হাজার টাকা হারিয়ে যায় এক প্রবীণের। ওই টাকা দিয়ে জামাই ষষ্ঠীর বাজার সারার পরিকল্পনা ছিল তাঁর। হারিয়ে যাওয়া টাকা ফেরত পাবেন এমনটা আশা করেননি জলপাইগুড়ি নতুন পাড়ার এক বেসরকারি আবাসনের বাসিন্দা বিবেকানন্দ ভট্টাচার্য। অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্য কর্মী বিবেকানন্দ বাবু টিকা নিতে পেরে খুশি হলেও টাকা হারিয়ে যাওয়ার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। ষষ্ঠীর বাজার করবেন কিভাবে? এই দুশ্চিন্তায় তিনি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন।

শহরের কংগ্রেস পাড়ার টিকাকরণ শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ কনস্টেবল বাবলু বাসফোর পাঁচ হাজার টাকা কুড়িয়ে পান টিকাকরণ শিবির চত্বরে। দ্রুত ওই টাকা কর্তব্যরত চিকিৎসকের কাছে জমা দেন তিনি। স্বল্প সময় পরে শিবিরে এসে হারিয়ে যাওয়া টাকার খোঁজ করেন বিবেকানন্দ বাবু। উপযুক্ত প্রমাণ দেওয়ায় ওই টাকা ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। কর্তব্যরত পুলিশ কনস্টেবলের সততার এমন নজির দেখে হতবাক সকলেই।

বাবলু বাসফোর বলেন, ” ভয়াবহ করোনা পরিস্থিতিতে অসহায় অবস্থায় পড়েছেন মানুষেরা। পাঁচ হাজার টাকা কুড়িয়ে পেয়ে প্রকৃত প্রাপকের হাতে তুলে দিতে পেরে ভাল লাগছে।” বিবেকানন্দ ভট্টাচার্য বলেন, ” এই ধরনের সৎ মানুষেরা আছেন বলেই এখনও অনেক অনেক ভাল কাজ চলছে। তাঁর সততাকে কুর্নিশ।” এ প্রসঙ্গে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী জানান এটা পুলিশের ডিউটি ও কর্তব্য। তবে এটা খুবই ভালো কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *