পশ্চিমবঙ্গ ও সিকিমে দ্রুততম নেটওয়ার্ক: ভিআই গিগানেট

ভিআই-এর গিগানেট পরপর তৃতীয় ত্রৈমাসিকেও ভারতের দ্রুততম ৪জি নেটওয়ার্ক হিসেবে গণ্য হল। এই তথ্য জানিয়েছে ফিক্সড ব্রডব্যান্ড ও মোবাইল টেস্টিং অ্যাপ্লিকেশনস, ডেটা ও অ্যানালিসিসের গ্লোবাল লিডার ‘উকলা’। জানুয়ারি-মার্চ ২০২১ ত্রৈমাসিকে ভিআই অন্যান্য অপারেটরদের তুলনায় সবথেকে বেশি দ্রুত ৪জি স্পিড প্রদানের মাধ্যমে ভারতের সর্বাপেক্ষা দ্রুত ৪জি স্পিড প্রদানকারী নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে।

পশ্চিমবঙ্গে ভিআই-এর গিগানেট স্পিড চার্টের শীর্ষস্থান দখল করেছে কলকাতা, গ্যাংটক, শিলিগুড়ি, হাওড়া, নিউ টাউন, দুর্গাপুর, দার্জিলিং, আসানসোল, বর্ধমান, হলদিয়া, ব্যারাকপুর, বহরমপুর, মালদা, মেদিনীপুর, খড়গপুর, কোচবিহার ও কান্দি শহরে। ৪জি নেটওয়ার্ক যাচাইয়ে ‘উকলা’র বিশ্লেষনের ভিত্তি হল ভারতে কিউ৩ ২০২০ থেকে কিউ১ ২০২১ পর্যন্ত ‘স্পিডটেস্ট ইন্টেলিজেন্স’ ডেটা অনুসারে ৪জি ডাউনলোড স্পিড। ফাস্টেস্ট অ্যাভারেজ ৪জি ডাউনলোড স্পিডের দিক থেকে ভিআই গিগানেট শীর্ষে রয়েছে ১৬টি রাজ্যে – মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরালা, মধ্য প্রদেশ, ছত্তিশগঢ়, ওড়িশা, ঝাড়খন্ড, সিকিম, আসাম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ও নাগালান্ড। মুম্বই, দিল্লি এনসিআর ও কলকাতা-সহ ভারতের ১৩৫টি শহরে ফাস্টেস্ট অ্যাভারেজ ৪জি  ডাউনলোড স্পিড প্রদান করছে ভিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *