পরীক্ষাই হলো না তো, ফেল কিসের? উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে অকৃতকার্যদের বিক্ষোভ জেলায় জেলায়

শুক্রবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, ” পরীক্ষাই তো হলো না! তবে আমাদের ফেল কেন করানো হলো?”। বিক্ষোভ শুধুমাত্র জলপাইগুড়িতেই হয়নি। হয়েছে কলকাতার অনেক জেলায়, ছাত্র-ছাত্রীর সহ তাদের অভিভাবকরা বিক্ষোভ ও অবরোধের সামিল হন জেলায় জেলায়।

এদিন, বৃহস্পতিবার ফল প্রকাশিত হয়েছিল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার। কিন্তু সেই ফলপ্রকাশে অসন্তুষ্টি প্রকাশ করল অকৃতকার্য ছাত্রছাত্রীর, তাই শুক্রবার পথ অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হন। ময়নাগুড়ির ভোটপট্টি স্কুল মোড় এলাকা থেকে জলপাইগুড়ি শহরের কদমতলা বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে না পারা পরীক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভে উত্তপ্ত হয় এলাকা।স্কুলে তারা তালা লাগিয়ে দেয়।

বিক্ষোভের ফলে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, এগারো ক্লাসের ছাত্রছাত্রীদের পরীক্ষার তথ্য বোর্ড অফিসে পাঠানো হয়েছিল। এই তথ্যের ভিত্তিতেই রেজাল্ট হয়েছে পড়ুয়াদের। এই তথ্য শোনার পর আরও বিক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষক-শিক্ষিকাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *