পড়ুয়াদের স্কলারশিপে কোটি কোটি টাকার জালিয়াতি

রাজ্যের সর্বত্র নিয়ে রমরমিয়ে চলে জালিয়াতি চক্র! এবারে রেহাই নেই পড়ুয়াদেরও। উত্তর দিনাজপুরের করণদিঘিতে সরকারি স্কলারশিপ নিয়ে চলছে কোটি কোটি টাকার জালিয়াতি চক্র। কিভাবে চলছে এই জালিয়াতি চক্র? তা নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

কারো বয়স ৬০ তো কারোর বয়স ৭০, কখনো অ্যাকাউন্ট ভাড়া নিয়ে বা কখনো ভুয়ো একাউন্ট খুলেই গ্রাহকের অজান্তেই সংখ্যালঘু ও প্রতিবন্ধী স্কলারশিপের টাকা তুলে নিচ্ছে জালিয়াতরা। বিভিন্ন জেরক্স এর দোকান থেকে বা অন্য কোন উপায়ে স্থানীয় বাসিন্দাদের আধার ও ভোটার কার্ড সংগ্রহ করে তারা এই জালিয়াতি চক্র চালাচ্ছে। এক্ষেত্রে মূলত বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে শ্রমিক ও কৃষকরাই। এরপর সেই নথি দেখিয়ে ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টে খোলা হচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে সংশ্লিষ্ট ব্যক্তির নাম রেজিস্ট্রি করে স্কলারশিপের জন্য আবেদন করা হচ্ছে। আশ্চর্য বিষয়টি হলো সেই আবেদন মঞ্জুর হয়ে যাচ্ছে। এই ভাবে দিনের পর দিন কোটি টাকা জালিয়াতির কারবার চলছে করণদিঘি ব্লকের আলতাপুর ১, লাহুতারা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীদের প্রায় সকলের অ্যাকাউন্টে ঢুকেছে সরকারি স্কলারশিপ এর টাকা। তাদের অভিযোগ গোটা ঘটনাটি থানা বিডিও এসডিও এমনকি জেলাশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে, কিন্তু এখনও প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *