নিসান ম্যাগনাইট কনসেপ্ট

নিসান ম্যাগনাইট কনসেপ্টের ইন্টেরিয়র ইমেজ প্রকাশ করল নিসান ইন্ডিয়া, যাতে ড্যাশবোর্ড ও কেবিন স্পেসের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। এই গাড়ির গ্লোবাল আনভেইল হয়েছিল গত মাসে। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, নিসানের এসইউভি ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে নিসান ম্যাগনাইট কনসেপ্ট। শুধু এক্সটেরিয়র নয়, ইন্টেরিয়রেও গুরুত্ব পেয়েছে প্রিমিয়ামনেস, সফিস্টিকেশন ও রুমিনেস।

এর ডিজাইন ফিলসফির কোর এলিমেন্টগুলি প্রোডাকশন মডেলে থাকবে, যা বর্তমানে উন্নীত করার কাজ চলছে – আরও উন্নতমানের প্রযুক্তি-সহ। এটি হবে এই সেগমেন্টের এক গেম-চেঞ্জার। নিসানের এসইউভি হেরিটেজ ও অ্যাডভান্সড টেকনোলজি নির্ভর নিসান ম্যাগনাইট কনসেপ্ট ডিজাইন করা হয়েছে স্টাইলিশ ডিজাইন-সহ এক প্রিমিয়াম অফারিং রূপে আগামীদিনের যাত্রার জন্য। এতে প্রতিফলিত হবে গ্রাহকদের লাইফস্টাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *