নিসান ইন্ডিয়া তার বহুপ্রতীক্ষিত বি-এসইউভি’র কনসেপ্ট ভার্সন প্রকাশ্যে আনল। উচ্চ প্রযুক্তিসম্পন্ন ও স্টাইলিশ এই বি-এসইউভি’র নামকরণ হয়েছে ‘নিসান ম্যাগনাইট’। ভারতে এটি লঞ্চ করা হবে ২০২০ অর্থবর্ষে। নিসান ম্যাগনাইট-এর মাধ্যমে নিসান ভারতে এক নতুন যুগের সূচনা করবে, যা গ্রাহকদের মুগ্ধ করবে। নিসান ম্যাগনাইট হবে এক ফিচার-রিচ প্রিমিয়াম অফারিং, যাতে থাকবে ডায়নামিক রোড-প্রেজেন্স’এর জন্য শক্তপোক্ত স্টাইলিশ ডিজাইন। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানালেন, যুগান্তকারী টেকনোলজি নিয়ে নিসান ম্যাগনাইট হবে এই সেগমেন্টের এক গেম-চেঞ্জার। এতে থাকবে নিসানের গ্লোবাল এসইউভি ডিএনএ। নিসান ম্যাগনাইট তৈরি হয়েছে ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর ইন্ডিয়া’ নীতি অনুসারে। এর ডিজাইন করা হয়েছে জাপানে, কিন্তু সবসময়ে ভারতীয় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রাখা হয়েছে বলে জানান তিনি।