নিম্নমুখী রইল সোনার দাম, সস্তা হল রুপোও

বিশ্বজুড়ে করোনা প্রকোপের মাঝে ভারতে পর পর চার দিন সোনার দাম নিম্নমুখী থাকল। সোমবার এমসিএক্স সূচকে ০.১২% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৮,৯১০ টাকা। সূচকে ০.২৫% পতনের জেরে রুপোর দামও প্রতি কেজিতে যাচ্ছে ৫২,৭৬৫ টাকা। 

চলতি মাসের গোড়ায় সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৯,৩৪৮ টাকায় উঠে নতুন রেকর়্ সৃষ্টি করে। তবে তার পর থেকেই দরে ওঠাপড়া বজায় রয়েছে।

আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দরে স্থিতাবস্থা দেখা দিয়েছে। স্পট গোল্ড সূচকে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮০৮.৫৩ ডলার। ইউ এস গোল্ড ফিউচারে প্রতি আউন্স সোনার দাম ১,৮০৯ ডলারে অপরিবর্তিত রয়েছে। তবে সূচকে ০.১% বেড়ে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ১৯.৩৩ ডলার।

কোটাক সিকিউরিটিজ জানিয়েছে, ‘সোনার দামে ওঠানামা আপাতত বহাল থাকবে। বিনিয়োগকারীদের নজর রয়েছে বিশ্বের করোনাসংক্রমণের গতিপ্রকৃতির দিকে। পাশাপাশি, আন্তর্জাতিক ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতিও প্রভাব ফেলছে বাজারে। বিশ্ব অর্থনীতিতে এই দুইয়ের প্রভাব অর্থনৈতিক বৃদ্ধিতে মন্দগতি সৃষ্টি করেছে।’

অন্য দিকে, অতিমারীর কারণে নিষেধাজ্ঞায় কড়াকড়ির জেরে ভারতে সোনার দোকানে ক্রেতার অভাব বহাল রয়েছে। যদিও গত সপ্তাহের তুলনায় বর্তমানে সোনার উপরে প্রিমিয়াম কমিয়ে আউন্সপ্রতি ২ ডলার ধার্য করেছেন ডিলাররা। 

একই সঙ্গে ভারতে সোনা আমদানিতে ভাটা দেখা দিয়েছে। উল্লেখ্য, গয়নাশিল্পের চাহিদার কারণে বিশ্বের বৃহত্তম সোনা আমদানিকারী দেশ ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *