নতুন ভাইারাসের সংক্রমন চীনে

নতুন রোগের সংক্রমন চীনে। পূর্ব চীনের জিয়ানসু প্রদেশে এসফিটিএস ভাইারাসের সংক্রমনে ৩৭ জন বছরের শুরুতেই সংক্রমিত হয়েছিল। পরে আরও ২৩ জনের সংক্রমনের খবর এসেছে পূর্ব চীনের আনহুই প্রদেশ থেকে। কমপক্ষে ৬০ জন অসুস্থ হয়েছে। এই রোগের আক্রমনে আনহুই প্রদেশে মৃত্যু হয়েছে ৭ জনের। সরকারি সূত্রে জানানো হয়েছে, মানুষের থেকে মানুষের মধ্যে এই সংক্রমন ঘটছে।

জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং থেকে এক মহিলার সংক্রমনের উপসর্গ হিসেবে জ্বর এবং কাশি দেখা গিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন রক্তে লিউকোসাইটের প্লেটলেট কমে গিয়েছে তার শরীরে। একমাস ধরে তার চিকিৎসা করা হয়েছে, তার পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এসএফটিএস ভাইরাসটি যদিও নতুন ভাইরাস নয়। চীনে এই প্যাথোজনটিকে আলাদা করে রাখা হয়েছিল ২০১১ সাল থেকে এবং বুয়ানাভাইরাসের প্রজাতির মধ্যে এই ভাইরাসকে চিহ্নিত করা হয়। ভাইরাস বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস এঁটেল পোকার মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয় এবং মানবদেহ থেকে অন্য মানবদেহে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আাছে। রোগীর দেহে রক্ত বা মিউকাসের মধ্যে সংক্রমিত হতে পারে এই ভাইরাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *