বৃহন্নলাদের উদ্যোগে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। শুক্রবার দুপুরে ধূপগুড়ি থানা চত্বরে ৮০ জনের হাতে ৫ কেজি চাল, ৫ কেজি আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এছাড়াও অনেকেই পরে আসায় তাদের হাতে ১০০ টাকা করে দেওয়া হয়। জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এদিনের ত্রাণ বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে পিপাসা হিজরা বলেন,” আমাদের জন্মই হয়েছে মানুষের জন্য। আমরা যেমন মানুষের কাছ থেকে টাকা তুলি।তাই আমরা এই করোনার সময়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তবে আমরা নীরবেই কাজ করতে ভালোবাসি। প্রকাশ্যে আসতে আমাদের ভালো লাগে না। আমরা বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করছি। আজকেও ৮০ জনের হাতে চাল ডাল দেওয়া হলো। তবে অনেকেই পরে আসে সেজন্য তাদের হাতে একশো টাকা করে দেওয়া হয়েছে।”