দ্বিতীয়বার প্রদেশ সভাপতির চেয়ারে বসেলেন অধীর চৌধুরী

দ্বিতীয়বার প্রদেশ সভাপতির চেয়ারে বসে প্রথমেই তৃণমূলের বিরুদ্ধে তাঁর সংগ্রাম আপোষহীনের কথা মনে করিয়ে দিলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে প্রথম সাংবাদিক বৈঠক করেন অধীর চৌধুরী। তিনি জানালেন, করোনা গেলেই তৃণমূলের বিরুদ্ধে জবরদস্ত আন্দোলনে নামবে কংগ্রেস। একই সঙ্গে দলের শক্তি বৃদ্ধি করতে দলবদলিদের ফিরে আসার বার্তা দিয়েছেন অধীর চৌধুরী।

অধীর আরও জানিয়ে দিয়েছেন, বুধবার রাতে সনিয়া গান্ধী সরাসরি তাঁকে ফোন করে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০২১ সালে রাজ্যের বিধানসভা ভোটে সিপিএম তথা বামেদের সঙ্গে কংগ্রেসের নির্বাচনী সমঝোতা বা জোট অটুট থাকবে।

এদিন নতুন উদ্যোমে দলীয় কর্মীদের লড়াইয়ে নামার বার্তা দিয়েছেন অধীর চৌধুরী। বাংলার এক ইঞ্চি জমি তৃণমূল এবং বিজেপিকে ছাড়বেন না বলে দলীয় কর্মীদের প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন প্রদেশ সভাপতি। তাঁর কথায়, যাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূল বা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা ফিরে আসুন।

২০১৮ সালে আকস্মিক ভাবে তাঁকে সরিয়েই সোমেন মিত্রকে প্রদেশ কংগ্রেস সভাপতির কুর্সিতে বসিয়েছিলেন রাহুল গান্ধী। সোমেন মিত্রর প্রয়াণের প্রায় এক মাস পর ফের সেই অধীর চৌধুরীকেই বিধান ভবনের মাথায় বসালেন সোনিয়া গান্ধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *