দীপাবলির দিন সেনা জওয়ানদের সাথে প্রধানমন্ত্রী

আজ দীপাবলি উৎসব৷ একটু অন্যভাবেই আজকের দিনটা পালন প্রধানমন্ত্রীর৷ জম্মু-কাশ্মীরের নৌসেরায় সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী বললেন, আজ সন্ধ্যায় দিওয়ালির একটা প্রদীপ আপনাদের আপনাদের বীরত্ব, শৌর্য, ত্যাগ ও তপস্যার নামে উৎসর্গ করা হবে৷ প্রদীপের জ্যোতির সঙ্গেই সমগ্র দেশবাসী আপনাদের শুভকামনা জানাবে৷ 

নৌসেরায় সেনার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি এখানে আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে এসেছি। আমি কোটি কোটি ভারতীয়দের আশীর্বাদ নিয়ে এসেছি।” প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরের এই জেলায় সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করলেন নমো৷ তিনি বলেন, কাশ্মীরে পাহারাদারের কাজ করে নৌসেরা৷ 

প্রধানমন্ত্রীর সফরের আগে গতকালই সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে জম্মুতে পৌঁছন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন৷ গোটা এলাকা পরিদর্শন করে দেখেন তিনি। পুঞ্চ এবং রাজৌরির জোড়া সীমান্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে৷ গত তিন সপ্তাহে এই সীমান্তেই মৃত্যু হয়েছে ১১ জনের৷ এদিন নমো বলেন, দেশের বীর পুত্র, বীর কন্যারা যে ভাবে ভারত মায়ের সেবা করে চলেছেন, সেই সৌভাগ্য সকলের হয় না৷

আপনারা সৌভাগ্যবান৷ পাহাড়ের শিখর হোক বা মরুভূমি, আপনারা ভারত মাতার জীবন্ত সুরক্ষা কবচ৷ আপনাদের জন্যই ১৩০ কোটি দেশবাসী নিশ্চিন্তে ঘুমতে পারে৷ আপনাদের বীরত্বের জন্যই আমাদের উৎসব এত রঙিন হতে পারে৷ সীমান্তে মহিলাদের অবদানও বৃদ্ধি পাচ্ছে৷ 

তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল নৌসেরার ব্রিগেড৷ নৌসেরার সেনার শক্তির আভাস রয়েছে শত্রুদেরও৷ কিন্তু সার্জিক্যাল স্ট্রাইন নিয়ে অনেক সমালোচনা শুনেছি৷ সার্জিক্যাল স্ট্রাইক শেষ করে সেনারা দেশে না ফেরা পর্যন্ত অপেক্ষা করেছি৷ ঘড়ির দিকে তাকিয়ে থেকেছি৷ দেশ প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর হচ্ছে৷ দেশেই তৈরি হচ্ছে তেজস বিমান, অর্জুন ট্যাঙ্ক৷ সীমান্তে পরিকাঠামো উন্নত করা হয়েছে৷ উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতে তৈরি হচ্ছে ডিফেন্স করিডর৷ এবার আমরা প্রতিরক্ষা সামগ্রী রফতানিকারক দেশ হিসাবে চিহ্নিত হব৷ প্রসঙ্গত, ২০১৯ সালে প্রধানমন্ত্রী রাজৌরিরই একটি সেক্টরে দীপাবলি উদযাপন করেছিলেন৷ এবার তিনি নৌসেরায় সেনাদের মাঝে উপস্থিত হয়ে দীপাবলি পালন করলেন৷ নিয়ন্ত্রণরেখার খুব কাছাকাছি অবস্থিত এই রাজৌরি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *