বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে তৎপর হলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ-বারসই সড়ক যোগাযোগ ব্যাবস্থা গড়ে তোলার জন্য বিহার রাজ্যের বলরামপুরের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামে বিহারের বারসই জেলার বলরামপুরের বিধায়ক মেহবুব আলমের সাথে মিলিত হয়ে বৈঠক করেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। বৈঠকে দুই রাজ্য সরকারের জনপ্রতিনিধিই রায়গঞ্জ-বারসই রাজ্য সড়ক এবং মহানন্দা নদীর উপর সেতু নির্মানের উপরে জোর দেন। দুই রাজ্যের বিধায়কই তাদের সরকারের কাছে দ্রুত রায়গঞ্জ-বারসই সড়ক নির্মানের জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন।
একটা সেতু আর সড়ক যোগাযোগ না থাকার কারনে বিহার রাজ্যের বারসই জেলা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় দিনের পর দিন আর্থ সামাজিক পরিকাঠামো গড়ে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। নব্বইয়ের দশক থেকে রাজনৈতিক দলগুলো প্রতিটা ভোটে এই রায়গঞ্জ-বারসই সড়ক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও আজও দুই রাজ্যের প্রশাসনিক জটিলতায় গড়ে ওঠেনি এই সড়ক পথ। ফলত ব্যবসা থেকে শিল্প, কৃষি থেকে সংস্কৃতি সব ক্ষেত্রের উন্নতির পথে বাধার সন্মুখীন হতে হচ্ছে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ এবং প্রতিবেশী রাজ্য বিহারের বারসই শহরের মানুষদের। রায়গঞ্জ শহরের উপরে অনেকটাই ব্যবসা নির্ভর করে বারসই জেলার মানুষের। আবার সড়ক যোগাযোগ না থাকায় রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মানুষেরা উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। কেননা বারসই স্টেশনের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের সাথে যোগাযোগ রক্ষাকারী বহু ট্রেন চলাচল করে। ২০১৬ সালের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিকেরা সড়ক যোগাযোগ ও সেতু নির্মানের বিষয়ে একবার উদ্যোগ গ্রহন করলেও কোনও এক অজ্ঞাত কারনে তা থমকে যায়। এবার সেই থমকে যাওয়া রায়গঞ্জ-বারসই সড়ক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী। সোমবার এই বিষয় নিয়ে প্রতিবেশী রাজ্য বিহারের বারসই জেলার বলরামপুরের বিধায়ক মেহবুব আলমের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। দুই বিধায়কই রায়গঞ্জ-বারসই সড়ক যোগাযোগ ও সেতু নির্মানের বিষয়ে নিজ নিজ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানালেন। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানীর এই উদ্যোগে রায়গঞ্জ-বারসই সড়ক যোগাযোগ চালু হওয়ার আশায় বুক বাঁধছেন রায়গঞ্জের বাদিন্দারা।