চলতি বছরের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নিজেদের সাম্রাজ্য আরো বিসতৃত করতে চাইছে রাজ্যের শাসক শিবির। ইতিমধ্যেই গোয়া নিয়ে পরিকল্পনা ঘোষণা করেছে তৃণমূল। এরই মাঝে হলো তৃণমূলে যোগ দিলেন চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। অন্যদিকে গোয়ায় সংগঠন বিস্তারের জন্যে পৌঁছে গিয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ভিন রাজ্যে এবার নজর দেবে তৃণমূল কংগ্রেস। আর শুধু কয়েকটা আসন জিততে নয় বরং রাজ্যের ক্ষমতা দখলই হবে উদ্দেশ্য। সেই লক্ষ্যেই অসম ও ত্রিপুরায় সংগঠন বিস্তারে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার পশ্চিম উপকূলের গোয়াতেও পৌঁছে গেল ঘাসফুল। প্রকাশিত হল তৃণমূলের লোগো এবং স্লোগান।
এ দিন অভিষেক বলেন, ত্রিপুরা ও অসমে সংগঠন শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে গোয়াতেও হবে। যে সব রাজ্যে বিজেপি রয়েছে, স্বাধীনতা খর্ব হচ্ছে সেখানে বুক চিতিয়ে ঢুকব। বুকে থাকবে মমতা ব্য়ানার্জির ছবি। বুকের পাটা থাকলে আটকে দেখাও। একমাত্র তৃণমূল মাথানত করেনি, বশ্যতা স্বীকার করেনি। তোমাদের ভারতবর্ষ ছাড়া করব।”