তিরস্কার-ভর্ৎসনা ছেড়ে হঠাৎ প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়

রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়। বাংলার রাজ্যপালের সাম্প্রতিক পদক্ষেপগুলির উদাত্ত কণ্ঠে প্রশংসা করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুর্নিশ জানিয়েছেন বিজেপি নেতা।

এদিন টুইট করে তথাগত রায় লিখেছেন, ‘আমি নিজেও ৫ বছর একটা রাজ্যের গর্ভনর ছিলাম। শিলংয়ে একবার ১০,০০০ উন্মত্ত জনতা আমাকে ঘিরে ফেলে রাজভবনে আগুন ধরাতে এসেছিল। সেই অবস্থাও সামলেছি কিন্ত জগদীপ ধনখড়জি যেভাবে রাজ্য সরকারের লাগাতার বিরোধিতা সত্ত্বেও অসাধারণ কাজ করছেন, তাতে তাঁকে কুর্নিশ জানাই।’

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ইস্যুতে লাগাতার রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লি গিয়েছিলেন ধনখড়। সেখানে পৌঁছে দফায় দফায় বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে।

উত্তরবঙ্গ পৌঁছে আবারও মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভোট পরবর্তী সন্ত্রাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভয়ানক অবস্থা চলছে রাজ্যে। গণতন্ত্রের উপর কুঠারাঘাত করা হচ্ছে। স্বাধীনতার পরে দেশ এমন নৃশংসতা দেখেনি। সাত সপ্তাহে প্রশাসন এ নিয়ে কিছু করেনি। মুখ্যমন্ত্রী চুপ কেন? কেন্দ্র, সংবিধান, গণতন্ত্র, রাজ্যপালের সঙ্গে সবসময় সংঘাত করে লাভ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *