উৎসবের মরশুমের বাড়তি চাহিদা মেটানোর লক্ষ্যে অ্যামাজন ইন্ডিয়ার ডেলিভারি নেটওয়ার্ক বৃদ্ধি করা হচ্ছে। অ্যামাজন তার ডেলিভারির পরিকাঠামো ঢেলে সাজিয়ে নেটওয়ার্কে বহুসংখ্যক নতুন ডেলিভারি পার্টনারকে যুক্ত করেছে, যাতে গ্রাহকদের ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়। অ্যামাজনের ডেলিভারি নেটওয়ার্কে ডেলিভারি সার্ভিস পার্টনারদের পরিচালিত ডেলিভারি স্টেশন-সহ প্রায় ২০০ নতুন ডেলিভারি স্টেশন যুক্ত হয়েছে। দেশের উত্তরপূর্বাঞ্চলের অনেক প্রান্তিক শহরেও এইরকম ডেলিভারি স্টেশন রয়েছে, যেমন চম্ফাই, কোলাসিব, লামডিং ও মোককচুং।
ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘আই হ্যাভ স্পেস’-সহ অন্য ডেলিভারি প্রোগ্রামগুলিকে আরও মজবুত করে গড়ে তুলেছে অ্যামাজন। বর্তমানে প্রায় ৩৫০টি শহরে ২৮ হাজারেরও বেশি স্থানীয় দোকান বা কিরানা এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত। ‘আই হ্যাভ স্পেস’ প্রোগ্রামের মাধ্যমে অ্যামাজন স্থানীয় স্টোর মালিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং দোকানের ২ থেকে ৪ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ডেলিভারি দেওয়া সম্ভবপর করে। এরসঙ্গে অ্যামাজন ফ্লেক্স প্রোগ্রামকেও দ্বিগুণ করা হয়েছে। তাছাড়া, কন্ট্যাক্টলেস ডেলিভারির দিকে বিশেষ নজর দিয়ে অ্যামাজন ইন্ডিয়া চালু করেছে ‘সোসাইটি পিক-আপ পয়েন্টস’ – যার মাধ্যমে মুম্বই, দিল্লি, ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদের জনবহুল আবাসন সোসাইটিগুলি ও হাউসিং কমপ্লেক্সগুলির মধ্যে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করা হয়।