টোকিও অলিপিক্স: ভারতের প্রথম পদক, ভারত্তোলনে রুপো মীরাবাঈ চানুর

টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় পদকের খাতা খুললেন মীরাবাঈ চানু। ভারত্তোলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি , তাই হতাশ করলেন না মীরাবাঈ। প্রথম পদক জিতল ভারত। ভারত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতলেন মীরাবাঈ চানু।

মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভরোত্তলন করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১১০ ও দ্বিতীয় প্রচেষ্টায় ১১৫ কেজি ভরোত্তলন করেন চানু। তৃতীয় প্রচেষ্টায় ১১৭ কেজি তোলার চেষ্টা করেও সফল হননি। সফল হলেও সোনা জয়ের সুযোগ ছিল না। কেননা চিনের ঝিহুই হউ এগিয়ে ছিলেন অনেকটা। এই বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং সার্বিকভাবে মিলিত পয়েন্ট, সব ক্ষেত্রেই অলিম্পিক রেকর্ড গড়েন চিনের ভারোত্তলক। স্ন্যাচে তিনি ৯৪ কেজি ওজন তোলেন এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি। সব মিলিয়ে ২১০ কেজি ভারোত্তলন করে সোনা জেতেন ঝিহুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *