টিকা না পাওয়ায় ক্ষোভ শিলিগুড়িতে

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকা না পাওয়ায় ক্ষোভ।ফিরে যেতে হলো শতাধিক মানুষকে।করোনা আক্রান্তের সাথে সাথে বাড়ছে টিকাকরন।ভোর হোতেই টিকাকরনের লাইনে দাঁড়িয়ে সাধারন মানুষ। আজো শিলিগুড়ির মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ।পরে হাসপাতাল থেকে কুপন দিয়ে আগামী সোমবার টিকা নেওয়ার জন্য অনুরোধ জানালে তারা ফিরে যায়।এইরকমি শিলিগুড়ির মিলনপল্লির বাসিন্দা খাবারের ক্যেন্টিনে কর্মরত মহিলা রেণু সুব্বা ছুটি নিয়ে এসে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন।উত্তরবংগ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড কেয়ার নেটওয়ার্ক কোওর্ডিনেটর ডক্টর সন্দিপ সেনগুপ্তর দাবি করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেক্সিনেশনের তৎপতা বেরেগেছে সেই অনুপাতে ভেক্সিন সাপ্লাই নেই আমি জেলা স্বাস্থ দপ্তরকে বিস্তারিত জানিয়েছি আশা কোরি সোমবারে পেয়ে জাবো।এখন আশাকরা ছাড়া আমাদের উপায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *