জামিন মঞ্জুর হলো কুণাল ঘোষের

অবশেসে মঞ্জুর হলো জামিন। দীর্ঘ সময় পর জামিন মিললো সারদা মামলায় অন্যতম মূল অভিযুক্ত কুণাল ঘোষের। শর্ত সাপেক্ষে জামিন দিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কুণাল ঘোষের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে৷ জামিন পেলেও তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে৷ নির্দেশ দিয়েছে আদালত৷ সারদা মামলায় ইডি-র বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন কুণাল ঘোষ। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে কুণাল বলেন, ‘‘২০১৩ সালে ইডি প্রথম সমন পাঠিয়েছিল৷ প্রথম থেকেই তদন্তকারী অফিসারদের সহযোগিতা করছি৷ ২০১৫ সালেও কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট পেশ করে৷ সেখানে আমার নাম ছিল না৷ পরে কী ভাবে আমার নাম এল বুঝতে পারছি না৷’’  

এদিন আজ বিশেষ আদালতে কুণাল ঘোষের জামিনের বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। এদিন আরও একবার উঠে আসে প্রভাবশালী তত্ত্ব। ইডি-র আইনজীবী তাঁর সওয়ালে বলেন, সারদা কর্তা সুদীপ্ত সেনের মতোই কুণাল ঘোষ সাধারণ মানুষকে প্রতারণা করেন। জামিন পেলে তিনি প্রভাব খাটাতে পারেন। জবাবে কুণাল ঘোষের আইনজীবী বলেন, সিবিআই-সহ সমস্ত মামলাতেই তিনি জামিন পেয়েছেন। তাছাড়া তিনি পরিচিত মুখ। কোথায় পালাবেন? তিনি সমস্ত মামলায় সহযোগিতাও করেছেন। তাই কুণাল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করা হোক। ইডি সূত্রে খবর, গত ২৭শে অগাস্ট সারদা মামলায় চার্জশিট জমা পড়ে। তাতে নাম ছিল তৃণমূলের মুখপাত্রের৷ ইডি-র দাবি, ২০ সেপ্টেম্বর কুণাল ঘোষকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সময়ের আদালতে হাজির হন কুণাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *