পিএইচই তরফে গ্রামের জল সংযোগ করলেও চাহিদা মতো মিলছে না জল।এছাড়া জল সংযোগ করতে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ।এলাকার শতাধিক পরিবার জল আনতে চাষের স্যেলো মেশিন থেকেই জল সংগ্রহ করছে।এবং জল কানেকশনের পাইপ ফেটে রাস্তায় জল লিক করলেও মেরামতের হেলদোল নেই বলে অভিযোগ।জল যন্ত্রণার সুরাহা না পেয়ে গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে জলপাত্র ফেলে পথ অবরোধ করলো বধুরা।মঙ্গলবার মালদহের চাঁচল-১ নং ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের হাড়িয়ান মোড়ের ঘটনা।
গ্রামবাসীর দাবি,এলাকায় সাব মার্সিবল থাকলেও সেগুলো বিকল হয়ে পড়ে রয়েছে।
পিএইচই কর্মী সাদেক আলির অনুপস্থিতিতে তার ছেলে জানান,গ্রামের মধ্যে মালবাহী লরি প্রবেশ করে তাই পাইপ ফেটে যাচ্ছে।জল কানেকশন করতে টাকা নেওয়া হয়না।গ্রামের সমস্যার কথা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।