চিন্তা ধরাচ্ছে এই রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

একদিকে একটু একটু করে কমেছে দেশের করোনা সংক্রমণ অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে কেরালের করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। যার মধ্যে শুধু কেরালায় আক্রান্ত হয়েছেন ১৯,৬৮৮। এখনও পর্যন্ত দেশজুড়ে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৮৪৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। কেরালায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে। স্বাভাবিক কারণেই দৈনিক মৃত্যুর সংখ্যা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। অন্যদিকে করোনার জন্য এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জনের।

এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ৯৩৭ জন। দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪। ভ্যাকসিন দেওয়া হয়েছে ৬৯ কোটি ৯০ লক্ষ ৬২ হাজার ৭৭৬ জনকে। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কের মাঝেই আবার চোখ রাঙাচ্ছে ভাইরাসের একাধিক স্ট্রেন। তাই দ্রুত টিকাকরণেই করোনা মোকাবিলা করতে বদ্ধপরিকর সরকার। অন্যদিকে সোমবার দেশের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *