চকের মধ্যে রবীন্দ্রনাথের মূর্তি তৈরী করে তাক লাগালেন প্রাথমিক শিক্ষক বিজন সরকার

একটি সাধারন “চক”-এর মধ্যে রবীন্দ্রনাথের মূর্তি তৈরী করে তাক লাগিয়ে দিলেন বামনহাট চক্রের শিক্ষক বিজন সরকার । বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী স্বরূপ চকের ওপর রবীন্দ্রনাথের ক্ষুদ্র প্রতিমূর্তি এঁকে নজর কারলেন এই শিক্ষক। প্রাথমিক শিক্ষক বিজন সরকারের বাড়ি শিমূলবাড়ির গোপালগঞ্জে। তিনি বামনহাট অঞ্চলের অন্তর্গত পাথরশন দূর্গানগর শরনার্থী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত । শিক্ষক বিজন সরকার জানান খুব ছোটবেলা থেকেই অঙ্কন এবং ভাস্কর্যের কাজ তিনি করে আসছেন।

চকের উপর এই মূর্তিটি তৈরী করতে তার ৩০ মিনিট লেগেছে বলে বামনহাট দর্পণকে তিনি জানান। তার তৈরী করা এই রবীন্দ্র মূর্তিটি সোশাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলে। বিজন সরকার প্রতি বছর রবীন্দ্রজয়ন্তী অথবা তাঁর মহাপ্রয়ানের দিন এরকম কোন না কোন নতুন কিছু করেই থাকেন বলে তিনি জানালেন। গতবছর রবীন্দ্রজয়ন্তীতে ফুল দিয়ে কংক্রিটের ওপর রবীন্দ্রনাথের মুখ ফুটিয়ে তুলে তিনি সমগ্র রাজ্য ব্যাপক সাড়া ফেলেছিলেন। এছাড়া বালির ভাস্কর্য নির্মানেও তিনি বেশ দক্ষ।তাঁর এই কাজে খুশি শিক্ষক ও ছাত্রমহল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *