গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, তাদের সুইস সাবসিডিয়ারি ‘গ্লেনমার্ক স্পেশালটি এস এ’ মেনারিনি গ্রুপের সঙ্গে এক এক্সক্লুসিভ লাইসেন্সিং এগ্রিমেন্টে উপনীত হয়েছে। এর লক্ষ্য হল বাল্কান রিজিয়ন-সহ ইউরোপের ৩৩টি দেশে গ্লেনমার্কের ইনোভেটিভ নাজাল স্প্রে রিয়ালট্রিস-এর বাণিজ্যিকীকরণ। গ্লেনমার্কের রিয়ালট্রিস নাজাল স্প্রে একটি অভিনব অ্যান্টি-হিস্টামিন ও স্টেরয়েডের ফিক্সড-ডোজ কম্বিনেশন নাজাল স্প্রে, যা ব্যবহৃত হয় সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস (এসএআর) উপসর্গের চিকিৎসায়।
চুক্তি অনুসারে গ্লেনমার্ক উল্লিখিত বাজারসমূহে রিয়ালট্রিসের উন্নয়ন ও রেগুলেটরি অ্যাপ্রুভালের জন্য কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ত্বে থাকবে। মেনারিনির দায়িত্ত্ব হবে রেগুলেটরি অ্যাপ্রুভালের পর রিয়ালট্রিস বিষয়ক বৈজ্ঞানিক তথ্য ও ওইসব মার্কেটে কমার্সিয়ালাইজেশন। মেনারিনির কাছ থেকে গ্লেনমার্ক পাবে আপফ্রন্ট পেমেন্ট, লঞ্চ্ ও বিক্রয়ভিত্তিক মাইলস্টোন পেমেন্ট। উল্লেখ্য, গ্লেনমার্ক রিয়ালট্রিসের অনুমোদন পেয়েছে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, কম্বোডিয়া, উক্রাইন, উজবেকিস্তান, নামিবিয়া ও সাউথ আফ্রিকায়। ইউএস মার্কেটে কমার্সিয়ালাইজেশনের জন্য রিয়ালট্রিস নাজাল স্প্রের ব্যাপারে কোম্পানির সম্পর্ক রয়েছে হিকমা ফার্মাসিউটিক্যালস পিএলসি-র সঙ্গে।