করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই প্রায় বন্ধ রয়েছে তাদের কাজকর্ম। এই অবস্থায় কোনও রকমে জীবন যাপন করছেন রিকশা চালকরা। এজন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সোমবার সকাল থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অসহায় কয়েকশো রিকশা চালকের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। চাল, ডাল, তেল, নুন ও আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পেয়ে বেশ খুশি রিকশা চালকরা। তারা বলেন, “পুলিশের এই মানবিক কাজের জন্য আমরা খুব খুশি। কয়েক দিনের পেট ভরে খাবারের ব্যবস্থা হল। পুলিশ প্রশাসনের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো।”
কয়েকশো রিকশা চালকের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন কোতোয়ালি থানার পুলিশ
