সারা বিশ্বে এতদিন শিশুদের সংক্রমণ হওয়ার ঘটনা কম দেখা দিলেও, এবার করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। মহারাষ্ট্রের চিকিৎসকরা এই আশঙ্কা প্রকাশ করেন। তবে চিকিৎসকরা বলেছেন অকারণে চিন্তা না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা।
করোনা ভাইরাসে আক্রান্ত হলেও মারাত্মক অসুস্থ বা মারা যাওয়ার ঝুঁকি শিশুদের কম থাকে। গবেষকরা মনে করেন, যেহেতু শিশুদের আক্রান্ত হওয়ার হার তুলনামূলক কম তাই অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম। কোভিড সংক্রমণের ঝুঁকি কমাতে হলে শিশুদের মধ্যে সচেতনতা অভ্যাস গড়ে তুলতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে।