করোনাতে আক্রান্ত হয়ে সেফ হোম থাকার পর করোনা মুক্ত হয়ে পুনরায় করোনা সংক্রমণ থেকে সাধারন মানুষকে রক্ষা করতে রাস্তায় নামলেন মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব।লকডাউন চলাকালীন করোনা মোকাবেলায় নিজের কাঁধে নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হন আইএস অফিসার তথা মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব।গতকাল রিপোর্ট নেগেটিভ আসতেই লাঠি হাতে নিয়ে বেড়িয়ে পড়লেন মহকুমা শাসক জিতিন যাদব।
গতকাল তার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় মাথাভাঙ্গা শহরে লকডাউন কার্যকর করতে লাঠি হাতে নিয়ে বেড়িয়ে পড়লেন মহকুমা শাসক জিতিন যাদব।এদিন তিনি মাথাভাঙ্গা শহরে বিনা প্রয়োজনে রাস্তায় নামা সাধারন মানুষকে ফিরিয়ে দেওয়ার পাশাপশি মাথাভাঙ্গা সূটুঙ্গা নদীর তীরে মাছ ধরা মানুষকে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিতে উদ্যোগী হয়েছেন