করোনা আবহেও ‘চায়ে পে চর্চা’ শুরু বিজেপির

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা । ২১ এ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে বাম ডান সব দল। এই করোনা আবহের মধ্যেও বিজেপি শুরু করেছে চায়ে পে চর্চা । বিজেপির তরফ থেকে জানা গেছে সামনেই বিধানসভা নির্বাচন।রাজ্য বিজেপি উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।তাই বিজেপির পক্ষ থেকে সামাজিক বিধিনিষেধ মেনে লোকের কাছে যাচ্ছে।তাদের সমস্যা অসুবিধের কথা শুনছে।শিলিগুড়ি জেলা বিজেপি চায়ে পে চর্চা অনুষ্ঠানের মাধ্যমে রথীন্দ্র বসু জনসমাগমে বেরিয়ে পড়েছে।

এদিন সকালে শিলিগুড়ি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাশ্মীর কলোনিতে এই চা- বৈঠকে যোগ দিয়ে ছিলেন রথীন্দ্রবাবু। দলীয় কর্মী সদস্যদের পাশাপাশি এই ঘরোয়া আলোচনায় এলাকার বেশকিছু সাধারণ মানুষও এসেছিলেন।লকডাউসের সময় কতজন সাধারণ অসহায় মানুষের কাছে ত্রাণ, নানা ধরনের সাহায্য নিয়ে এলাকা ভিত্তিক বিজেপি-র নেতা কর্মীরা পৌঁছতে পেরেছেন সেই তথ্য থাকবে। এদিনের এই চা-বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নম্বর মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস , সঞ্জিত গুপ্তা, রিন্টু সাহা দাস ও অন্যান্য কার্যকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *