বর্ষবরণের সন্ধ্যায় বেশ জমজমাট দেখা গেল জলপাইগুড়ির তিস্তা উদ্যান ও বৈকুন্ঠপুর রাজবাড়ি দিঘি পার্ক এলাকায়। করোনা আতঙ্ককে দূরে সরিয়ে রেখে বৃহস্পতিবার বিকেল থেকেই এই দুই পার্কে এসে আনন্দের জোয়ারে ভাসলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। গত বছরের বিষময় অভিজ্ঞতাকে ভুলে পয়লা বৈশাখ দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই এদিন বিভিন্ন পার্কে বেড়াতে চলে আসেন। বৃহস্পতিবার সন্ধায় জলপাইগুড়ি তিস্তা উদ্যান ও রাজবাড়ি দিঘি পার্কে এমনই জমজমাট চিত্র দেখা গেল এদিন। বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার পথে মানুষের ভিড় অনেকটাই বেড়ে যায়। এদিকে স্বাস্থ্য বিধির কথা ভুলেই গেছেন অনেকে। করোনা পরিস্থিতিকে ভুলে গিয়ে দীর্ঘদিন পর এমন একটি উৎসবমুখর পরিবেশ পেয়ে খুব খুশি জলপাইগুড়ি শহরের মানুষ।
করোনা আতঙ্ককে দূরে সরিয়ে রেখে বর্ষবরণের আনন্দের জোয়ারে ভাসলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা
