করোনায় প্রয়াত ওপার বাংলার অভিনেতা সাদেক বাচ্চু

সোমবার করোনার বলি ওপার বাংলার বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু। ঢাকার মহাখালির ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৬ বছররের অভিনেতা। মাল্টি অর্গাল ফেলিউরের কারণে মৃত্যু হয় তাঁর। প্রায় ষাট দশক দীর্ঘ কেরিয়ারে মঞ্চ থেকে শুরু করে বেতার,টেলিভিশন, সিনেমা-সর্বত্র দাপটের সঙ্গে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। 

গত ৬ সেপ্টেম্বর তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসাপাতালে ভর্তি করা হয়েছিল এই প্রবীণ শিল্পীকে। করোনার উপসর্গ ছিল, পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। পরিস্থিতির অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মহাখালির ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ স্থানান্তরিত করা হয়।

‘রামের সুমতি’র মাধ্যমে ১৯৮৫ সাল চলচ্চিত্র জগতে পা রাখেন সাদেক বাচ্চু। যদিও রেডিওর সঙ্গে ষাটের দশক থেকেই যুক্ত ছিলেন তিনি। ১৯৬৩ সালে খেলাঘরের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। বাংলাদেশের মুক্তি-যুদ্ধের সময় গণ-নাট্যে যোগ দেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *