কম হলো আজকের দেশের করোনা সংক্রমণের সংখ্যা

বিগত কদিনের বাড়তে থাকা দেশের করোনা সংক্রমণ থেকে একটু হলেও স্বস্তি মিলল আজ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ১২ হাজার ৪২৮। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ২ হাজার ২০২। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৩৫৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৬৮ জনের। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৯৫১। দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬।

গত আটমাসে দৈনিক করোনা সংক্রমণ সর্বনিম্ন। ২৩৮ দিন পর দেশে সবচেয়ে কম হল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৬০ কোটি ১৯ লক্ষ ১ হাজার ৫৪৩ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৫ অক্টোবর পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৩১ হাজার ৮২৬ নমুনা। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৮৩ হাজার ৩১৮ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *