ওপ্পো’র নতুন স্মার্টফোন ওপ্পো রেনো৪ প্রো

ওপ্পো রেনো৪ প্রো ও ওপ্পো ওয়াচ সিরিজ পেশ করল অগ্রণী গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো। রেনো৪ প্রো হল ভারতের প্রথম ডিভাইস যাতে রয়েছে ৯০ হার্টজ ৩ডি কার্ভড ডিসপ্লে। ওপ্পো ওয়াচ বিশ্বের প্রথম স্মার্টওয়াচ যার শক্তি জোগায় ডুয়াল-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। রেনো৪ প্রো’তে রয়েছে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি রম-সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি এসওসি এবং কলারওএস ৭.২। ওপ্পো ওয়াচ নজর রাখে ফিটনেস ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং, স্লিপ কোয়ালিটি, গেট-আপ রিমাইন্ডার ও ব্রিদিং ইত্যাদির দিকে। 

রেনো৪ প্রো ৫ আগস্ট থেকে পাওয়া যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট ও রিটেল স্টোরসমূহে। দাম ৩৪,৯৯০ টাকা। ওপ্পো ওয়াচ পাওয়া যাবে ১০ আগস্ট থেকে। দাম ১৯,৯৯০ টাকা (৪৬মিমি) ও ১৪,৯৯০ টাকা (৪১মিমি)। ক্রেডিট/ডেবিট কার্ড ইএমআই ট্রাঞ্জেকশনের ক্ষেত্রে ওপ্পো রেনো৪ প্রো নো-কস্ট ইএমআই অপশন-সহ আকর্ষণীয় ক্যাশব্যাক অফারে পাওয়া যাবে ৯ মাস পর্যন্ত। এছাড়া, ৫ আগস্ট থেকে ৭ আগস্টের মধ্যে ওপ্পো রেনো৪ প্রো কিনলে গ্রাহকরা ওপ্পো স্মার্টওয়াচের উপরে ২০০০ টাকা অবধি ছাড় পাবেন। রেনো৪ প্রো পাওয়া যাবে দুইটি প্রিমিয়াম কলারে – স্টারি নাইট ও সিল্কি হোয়াইট। ওপ্পো ওয়াচ পাওয়া যাবে দুইটি ট্রেন্ডি কলারে – ব্ল্যাক ও গ্লসি গোল্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *