এসারের সুবিধা হল গ্যাস পাইপলাইনে

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেইল নির্মিত ৩৪৬-কিলোমিটার দীর্ঘ ধোবি-দুর্গাপুর ন্যাচারাল গ্যাস পাইপলাইনটির উদ্বোধন করেছেন। ধোবি-দুর্গাপুর গ্যাস পাইপলাইন বসানোর ফলে এসারের কোল গ্যাস দুর্গাপুরের ফার্টিলাইজার প্ল্যান্টে পৌঁছানোর কাজ সহজ হয়ে গেল। এরফলে রাজ্যের ইউরিয়ার চাহিদা মেটানো সহজতর হবে।

কোম্পানির তরফে জানানো হয়েছে, এই পাইপলাইন রানিগঞ্জের কোল-বেড মিথেন ব্লক থেকে দুর্গাপুরের ম্যাটিক্স ফার্টিলাইজার প্লান্টে পৌঁছানোয় সাহায্য করবে। এসার ক্যাপিটালের ডিরেক্টর প্রশান্ত রুইয়া জানান, এই পাইপলাইন বসানোয় এসার অয়েল অ্যান্ড গ্যাস ইঅ্যান্ডপি লিমিটেডের রানিগঞ্জ ব্লক থেকে গ্যাস পাবে গেইল ইন্ডিয়া। তার ফলে এই অঞ্চলের মানুষ উচ্চমানের ফার্টিলাইজার পাবেন। 

এই কোম্পানি পশ্চিমবঙ্গের রানিগঞ্জ ইস্ট কোল বেড মিথেন ব্লকটি পরিচালনা করে। ২০১৮ সালের আগস্টে এসার অয়েল অ্যান্ড গ্যাস ইঅ্যান্ডপি লিমিটেড এই ব্লক থেকে উৎপাদিত গ্যাস বিক্রয়ের জন্য একটি গ্যাস বিক্রয় ও ক্রয় সংক্রান্ত ১৫ বছর মেয়াদি চুক্তি সাক্ষর করেছিল গেইল ইন্ডিয়ার সঙ্গে। এবার গেইল পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন হওয়ায় কোম্পানি আরও উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *