এসডিএম১ ট্যাঙ্কের নয়া ভার্সন ভারতের হাতে তুলে দেবে রাশিয়া

ফ্রান্স থেকে পাঁচটি রাফাল ফাইটার জেট এসে গেছে এর মধ্যেই। রাশিয়ার থেকে ১২টি অত্যাধুনিক সুখোই ফাইটার জেট ও ২১টি নয়া ভার্সনের মিগ-২৯ কেনার পরিকল্পনাও রয়েছে। রাশিয়া দিচ্ছে এস-৪০০ মিসাইল সিস্টেম যা আগামী বছরের মধ্যেই চলে আসবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই

চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহেই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। পূর্ব লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় ভারী টি-৯০ ভীষ্ম ও টি-৭২ ট্যাঙ্ক মোতায়েন রয়েছে। কিন্তু হাল্কা ওজনের যুদ্ধট্যাঙ্ক এই মুহূর্তে দেশের হাতে নেই। রাশিয়ার থেকে স্প্রুট লাইটওয়েট ট্যাঙ্ক চলে এলে চিনের মোকাবিলায় শক্তি আরও বাড়বে তাই রাশিয়ার থেকে আক্রমণাত্মক হাল্কা ওজনের স্প্রুট এসডিএম১ ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করেছে ভারত। পাহাড়ি এলাকায় বয়ে নিয়ে যাওয়ার সুবিধার জন্য তাই ১৮ টন ওজনের স্প্রুট ট্যাঙ্ক কেনার ভাবনা অনেকদিন ধরেই ছিল ভারতের। এখন সেই প্রস্তাব এসেছে রাশিয়ার তরফে। এসডিএম১ ট্যাঙ্কের নয়া ভার্সন ভারতের হাতে তুলে দিতে চায় রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *