এল-অ্যান্ড-টি’র বিভক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন

লার্সেন অ্যান্ড ট্যুবরো (এল-অ্যান্ড-টি) তাদের ইলেক্ট্রিক্যাল ও অটোমেশন ব্যবসার বিভক্তকরণের (ডাইভেস্টমেন্ট) সমাপ্তি ঘোষণা করায় এই ব্যবসা এখন স্নাইডার ইলেকট্রিকের হস্তগত হল। ২০১৮-এর মে মাসে এই গুরুত্বপূর্ণ ও জটিল বিভক্তকরণের কথা জানান হয়েছিল, যা এবার যাবতীয় শর্ত পূরণ ও প্রয়োজনীয় রেগুলেটরি অনুমোদনের পর সম্পন্ন হতে পারল। ইলেক্ট্রিক্যাল ও অটোমেশন ব্যবসা থেকে এল-অ্যান্ড-টি’র বিদায় নেওয়ার বিষয়টি তাদের ‘স্ট্রাটেজিক পোর্টফোলিও রিভিউ প্রসেস’-এর একটি অংশ। 

যেহেতু সুইচগিয়ার মার্কেটে এই এল-অ্যান্ড-টি ব্র্যান্ড খুবই জনপ্রিয়, সেইকারণে স্নাইডার ইলেক্ট্রিক নির্দিষ্ট সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্র্যান্ড ইগসিগনিয়া ব্যবহার করবে। বিভক্তকরণের পর এল-অ্যান্ড-টি’র এই ব্যবসার অন্তর্গত ‘লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ সুইচগিয়ার’, ইলেক্ট্রিক্যাল সিস্টেমস, ইন্ডাস্ট্রিয়াল ও বিল্ডিং অটোমেশন সলিউশনস, এনার্জি ম্যানেজমেন্ট  সিস্টেমস, মিটারিং সলিউশনস এবং ‘প্রোজেক্টস অ্যান্ড সার্ভিসেস’ ব্যবসাসমূহ স্নাইডার ইলেকট্রিকের কাছে হস্তান্তরিত হল। ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় ৫০০০ কর্মী এখন থেকে স্নাইডার ইলেক্ট্রিকের গ্লোবাল ফ্যামিলির সঙ্গে যুক্ত হবেন। ভারত-সহ বিভিন্ন দেশে এল-অ্যান্ডটি’র সংশ্লিষ্ট নির্মাণ কারখানাগুলি ও সাবসিডিয়ারিগুলিও স্নাইডার ইলেক্ট্রিকের হাতে যাচ্ছে। প্রসঙ্গত, গত পাঁচ বছর ধরে এল-অ্যান্ড-টি বিভিন্ন ব্যবসা থেকে সরে এসেছে, তাদের ব্যবসায়িক কৌশলগত কারণে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *