এমসোয়াইপ চালু করল এটিএম এক্সপ্রেস

গ্রামীণ এলাকা ও উত্তরপূর্বাঞ্চলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নতিকল্পে গতবছর আরবিআই ৫০০ কোটি টাকার পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড (পিএফআইডি) গঠন করেছিল। দেশের উত্তরপূর্বাঞ্চলে ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো বৃদ্ধি করার ব্যাপারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) ওই পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে এমসোয়াইপ এটিএম এক্সপ্রেস চালু করল। এর দ্বারা ব্যবসায়ীদের ক্ষমতায়িত করা হবে যাতে তারা তাদের পয়েন্ট-অফ-সেল (পিওএস) টার্মিনালে গ্রাহকদের মাইক্রো-এটিএমের সুবিধা প্রদান করতে পারেন। আরবিআই-এর প্রকল্পের সঙ্গে সঙ্গতি রেখেই এমসোয়াইপ এই পরিষেবা চালু করেছে। এর উদ্দেশ্য হল ডিজিটাল পেমেন্ট গ্রহণে ব্যবসায়ীদের উৎসাহিত করা, কারণ মাইক্রো-এটিএম সার্ভিসের ফলে গ্রাহকসংখ্যা ও আয় বৃদ্ধি হয়।

এমসোয়াইপ এটিএম এক্সপ্রেস ব্যাংকগুলির পক্ষে গ্রাহক পরিষেবার এক সাশ্রয়ী ব্যবস্থা, কারণ এজন্য এটিএম কিয়স্ক স্থাপন ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় প্রয়োজন হয় না। গ্রাহকরা দিনে দুইবার ১০,০০০ টাকা অবধি তুলতে পারেন কোনও বাড়তি খরচ ছাড়াই।এমসোয়াইপ-এর এটিএম এক্সপ্রেসের মাধ্যমে গ্রাহকরা টাকা তুলতে ও অ্যাকাউন্ট ব্যালান্স চেক করতে পারবেন। এসএমই নেটওয়ার্কের মাধ্যমে এই পরিষেবা ব্যাংকিং সুবিধা বৃদ্ধি করতে পারবে আগরতলা, আইজল, দিসপুর, গ্যাংটক, ইম্ফল, ইটানগর, কোহিমা ও শিলঙে। উত্তরপূর্বাঞ্চলে এটিএম এক্সপ্রেস সীমিত এটিএম সুবিধা-সহ ব্যাংকের শাখাগুলিতে পাওয়া যাবে টিয়ার-৩ থেকে টিয়ার-৬ শহরগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *