এপর্যন্ত ১.৫ মিলিয়নেরও বেশি ব্যক্তিকে সেফ ড্রাইভিংয়ের প্রশিক্ষণ দিয়েছে ভারতের অগ্রণী সংগঠিত ড্রাইভিং ট্রেনিং স্কুল মারুতি সুজুকি ড্রাইভিং স্কুল (এমএসডিএস)। ২০২০ সালে এমএসডিএস প্রশিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে জন্য নতুন কোর্স চালু করে, যাতে তাঁরা বেশিমাত্রায় অন-রোড প্র্যাক্টিস করতে পারেন। এমএসডিএস কাজ করে আরটিও, ট্রাফিক পুলিশ, বিভিন্ন এনজিও ও সেলফ-হেল্প গ্রুপের সঙ্গে ঘণিষ্ঠ সম্পর্ক বজায় রেখে, যাতে মানুষের মধ্যে পথনিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি হয় ও পথদুর্ঘটনার হার হ্রাস পায়।
মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, মারুতি সুজুকি ড্রাইভিং স্কুল (এমএসডিএস) তৈরি হয়েছিল নাগরিকদের বেস্ট-ইন-ক্লাস ড্রাইভিং ট্রেনিং প্রদানের লক্ষ্য নিয়ে। বর্তমানে এটি দেশের ২৩৮টি শহরে ৪৯২টি স্কুল-সহ এক অগ্রণী পেশাদার ড্রাইভিং ট্রেনিং স্কুল চেইনে পরিণত হয়েছে। এমএসডিএস নেটওয়ার্কে প্রায় ১৪০০ জন সার্টিফায়েড ও কোয়ালিফায়েড এক্সপার্ট ট্রেনার রয়েছেন। এটা আনন্দের বিষয় যে এমএসডিএস ১.৫ মিলিয়নেরও বেশি আগ্রহী ব্যক্তিকে সেফ ড্রাইভিং সংক্রান্ত প্রশিক্ষণ দিতে পেরেছে।
এমএসডিএস: পেশাদার ড্রাইভিং সেন্টারের নেটওয়ার্ক
