এবার বাংলার মাঠে নামতে চলেছে আপ

সদ্য সম্পন্ন হয়েছে দেশের চার রাজ্যের বিধানসভা ভোট৷ এই ভোটে বড় জয় লাভ করেছে আপ৷ পঞ্জাবের পর এবার নজরে বাংলা৷ শুধু কথার কথা নয়, বাস্তবে বাংলার রাজনৈতিক জমিতে চাষ শুরু করে দিল কেজরিওয়ালের দল আম আদমি পার্টি৷ রবিবারের ভোরের আলো ফুটতেই সেটা স্পষ্ট হয়ে গেল কাঁথির বাসিন্দাদের কাছে৷ খোদ শুভেন্দু অধিকারীদের পাড়া কাঁথি থেকে শুরু হল আপের সদস্য সংগ্রহের অভিযান পর্ব৷

আম আদমি পার্টির জেলার যুব সভাপতি রাজেশ প্রধান বলেন, ” রবিবার সকালে কাঁথি শহরে একাধিক দোকান ও মানুষদের লিফলেট বিলি করা হয়। পাশাপাশি পার্টির সদস্য পদ গ্রহণ করা হয়। শুরুতেই মানুষের উদ্দীপনা দেখে আমরা নিশ্চিত, বাংলা আমাদেরকে খালি হাতে ফেরাবে না৷’’ প্রসঙ্গত, সদ্য প্রকাশিত পাঁচ রাজ্যের ফলাফলে চারটি রাজ্য গেরুয়া দখলে গেলেও পঞ্জাব এককভাবে দখল করেছে আপ৷ অন্য রাজ্যেও আসন পেয়েছে কেজরিওয়ালের দল৷ তারপরই এবার ময়দানে নেমে হাতে কলমে বাংলায় নিজেদের সংগঠনের বিস্তারের কাজে নেমে পড়লেন আপ বাহিনী৷ স্বভাবতই, শাসক-বিরোধী সকলেই বিষয়টিকে বাঁকা চোখে দেখছেন৷

কাঁথি শহরের সেন্ট্রাল বাসস্ট্যাণ্ডে আম আদমি পার্টির নেতৃত্বরা সদস্য পদ সংগ্রহ ও প্রচার অভিযান শুরু করেন। কাঁথি শহরের সমস্ত পথ চলতি মানুষ ও দোকানে তাদের লিফলেট বিলি করেন। নয়া এই রাজনৈতিক সংগঠনকে ঘিরে মানুষের উৎসাহও ছিল চোখে পড়ার মতো৷ পথ চলতি অনেককেই এগিয়ে এসে আপের কর্মীদের কাছ থেকে তাঁদের হ্যান্ডবিল সংগ্রহ করতে দেখা গিয়েছে৷ সংগঠনের এদিনের কর্মসচিতে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির জেলা সভাপতি সুতনু মাইতি, যুব সভাপতি রাজেশ প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা। পার্টির জেলা নেতৃত্বদের দাবি, বিজেপি বিরোধী মনোভাবাপন্ন মানুষকে একজোট করতে এবং রাজ্যের তৃণমূল ও বিজেপির বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে তাঁরা বদ্ধ পরিকর। সেই লক্ষ্যই এবার বাংলার প্রতিটি অঞ্চলে আপ সদস্য সংগ্রহ অভিযানে নামবে বলেও জানিয়েছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *